বিধানসভায় আসছে বিল, ধর্ষণের শাস্তি ফাঁসি

Facebook
Threads
Twitter
LinkedIn

(WP)-  ধর্ষনে শাস্তি হবে ফাঁসি। এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার। আগামিকাল শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে সম্ভবত আনা হতে পারে সেই বিল। আর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ওই বিল পেশ করা হবে। এমনটাই খবর। আর অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে বিজেপি। ধর্মতলায় চলছে বিজেপির ধর্না। সেখানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয় তা তাদের জানা আছে। দল হিসেবে বিজেপি আগামিকাল ও পরশু বিধানসভায় তা দেখিয়ে দেবে। ফলে সোম ও মঙ্গলবার বিধানসভা যে উত্তাল হতে চলেছে তা স্পষ্ট।

আগামিকাল রাজ্যের সব জেলায় ডিএম অফিসে ঘেরাও করবে বিজেপি। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের পোস্টের কথাও উল্লেখ করেছেন তিনি। সুখেন্দুশেখর লিখেছেন, জুলাই মাসে সাধারণ মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। শুভেন্দু অধিকারী সেই কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, সুখেন্দুশেখর যে মন্তব্য করেছেন তাকে সমর্থন করি।

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আজ শহরের বিভিন্ন জায়গায় মিছিল বের হয়। মিছিলে হাঁটেন অপর্না সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়-সহ বহু শিল্পী। হাজরা মোড়ে  বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একটি মিছিল করে। মিছিল বের হয় রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের তরফেও। হাজরা মোড়ের প্রতিবাদীদের দাবি, যতদিন না ওই চিকিত্সক বিচার পায় ততদিন এই বিক্ষোভ চলবে। একজনের পক্ষে এই অপরাধ সম্ভব নয়। আর যারা যুক্ত তাদের ধরতে হবে। মিছিলে বেরিয়ে অপর্না সেন বলেন, বাড়িতে আগে মেয়েদের জায়গা করে নিতে হবে। তাদের আর্থিক স্বাধীনতাটা ভীষণ প্রয়োজন।

More to explorer

মণিপুরে কারফিউ, ইন্টারনেট বন্ধ

(WP)-   ভারতের মণিপুর রাজ্যের তিনটি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। এক সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলা করা হয়েছে।

জর্ডান সীমান্তে তিন ইসরায়েলিকে গুলি করে হত্যা

(WP)-   জর্ডান সীমান্তে ফিলিশ্তিনের পশ্চিম তীরে একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *