বোকো হারাম সদস্যদের হামলায় অন্তত ৮১ জন নিহত

Facebook
Threads
Twitter
LinkedIn

(WP)–  নাইজেরিয়ার উত্তর–পূর্ব ইউবে অঞ্চলে বোকো হারাম সদস্যদের হামলায়  অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে। দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।

ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন, রাইফেল, আরপিজিসহ (রকেটচালিত গ্রেনেড) বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড় শ বোকো হারাম সদস্য ৫০টির বেশ মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে গত রোববার এ হামলা হয়।

পুলিশের মুখপাত্র আরও বলেন, ‘তারা (বোকো হারাম) অনেককে হত্যা করেছে। পুড়িয়ে দিয়েছে বিপুলসংখ্যক দোকান ও বাড়িঘর। হামলায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আমরা এখনো জানতে পারিনি।’

আবদুল করিম দাঙ্গুস বলেন, এটি প্রতিশোধমূলক হামলা বলেই মনে হচ্ছে। মাফা গ্রামের প্রতিশোধপরায়ণ কিছু মানুষ বোকো হারামের দুই সদস্যকে হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতে সেখানে হামলা চালায় সংগঠনটি।

স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনাসদস্যরা মাফায় পৌঁছানোর আগেই ১৫ জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে।

বোকো হারামসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গত ১৫ বছর উত্তর–পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে। এতে নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।

মধ্য ও উত্তর–পশ্চিম নাইজেরিয়ার মানুষ সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর হাতে বছরের পর বছর নিষ্পেষিত হচ্ছেন। গোষ্ঠীগুলোর সদস্যরা দস্যু নামে পরিচিত। তাঁরা গ্রামে গ্রামে হামলা চালিয়ে লুটপাট করার পর সেখানকার বাসিন্দাদের হত্যা ও অপহরণ করেন এবং বাড়িঘরে আগুন দেন।

More to explorer

মণিপুরে কারফিউ, ইন্টারনেট বন্ধ

(WP)-   ভারতের মণিপুর রাজ্যের তিনটি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। এক সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলা করা হয়েছে।

জর্ডান সীমান্তে তিন ইসরায়েলিকে গুলি করে হত্যা

(WP)-   জর্ডান সীমান্তে ফিলিশ্তিনের পশ্চিম তীরে একটি ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *